চক্রব্যূহে প্রখর রুদ্র - কৌশিক রায়

 

নাম: চক্রব্যূহে প্রখর রুদ্র
লেখক: কৌশিক রায়
প্রকাশন: বিভা পাবলিকেশন

মানুষের জীবনে এমন একিছু মুহূর্ত আসে যখন তাদের কিছু ফেলে আসা অন্ধকার অতীত তাদের বর্তমান কে এক কালো চাদোরে  ঢাকা দিয়ে যায়|  কৌশিক রায় এর লেখা চক্রব্যূহে প্রখর রুদ্র তেও আমরা এরূপ একটি ঘটনার উল্লেখ পাই বা ইটাও বলা যে বইটির মূল অংশ টা এটিকে ঘিরে| আমরা জটায়ু বাবুর লেখাতেও অনেক সময় প্রখর রুদ্রর উল্লেখ পেয়েছি| সে যাই হোক এই বইটি তে ফেরা যাক| রুদ্র পরিবার কে ঘিরে লেখা হয়েছে বইটা| শেখার রুদ্র এবং শিবানী রুদ্র লালবাজার গোয়েন্দা বিভাগে কর্মরত| সেখারবাবুর স্ত্রী কুন্তলা দেবী একসময় পেশায় উকিল ছিলেন কিন্তু র দোস্ত গৃহস্তির মতো ওনার যমজ মেয়ে জন্মের পর উনিও তাদের বোরো করাতেই নিজের যোবন কাটিয়েছেন| ওনার দুই মেয়ের নাম শিবানী রুদ্র এবং ইন্দ্রানী রুদ্র| বাড়ির সবচে বোরো হচ্ছেন প্রখর রুদ্র, যিনি শেখার বাবুর দাদা| একসময়  নানান জায়গায় ঘুরে বেড়িয়েছেন, এরোমো সোনা যে ওনার কোনো এক বন্ধু ওনার বিভিন্ন ঘোড়ার অভিজ্ঞতটা কে পুথিবন্দক করে বেশ নাম কামিয়েছে| এখানে বলে রাখা ভালো প্রখর রুদ্রর একটি অতীত আছে| এ বিষয়ে ওনার বাড়ির কারুর কোনো ধারণা নেই কিন্তু একজন আছে যে সব জানে র অদৃশ্য ভাবে তাদের ওপর নজর রেখে যাচ্ছে| প্রখর বাবু সারাদিন তাই প্রায় বাড়িতে কাটান আর মাঝে মাঝে ওনার প্রিয় ভাইজিদের পুলিশ তদন্তে সাহায্য করে থাকে| বিভিন্ন তদন্ত করতে করতে "ডার্ক হর্স" নামক এক ব্যক্তির সন্ধান পায়ে যে অন্য লোকেদের পারফেক্ট ক্রাইম করার পদ্ধতি বলে দিচ্ছে, এক কোথায় উনি হচ্ছে কনসালটেন্ট ক্রিমিনাল| একদিন পুলিশ তদন্ত করতে করতে তাকে পুলিশ ধরে আর তখন শুরু হয়ে তার এক মর্মান্তিক খেলা| অবশেষে সে ইন্দ্রানী কে একটা রহস্যে মাতিয়ে রেখে বিদায় নেয় যাতে লুকিয়ে আছে প্রখর বাবুর অতীত| ইন্দ্রানী কি খুঁজে পাবে প্রখর বাবুর অতীত? কি হবে প্রখর বাবুর ভবিষ্যৎ? 

খুব সুন্দর করে সাজিয়ে লেখা হয়েছে গল্প গুলো কে|প্রত্যেক টা চরিত্র কে লেখক খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে| র সবচে বেশি যেই জিনিস টা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে ভিবিন্ন রকমের ফরেনসিক টেস্টিং র ইন্সট্রুমেন্টস এর ব্যাখ্যা| একটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে পড়তে পড়তে অনেকবারই ভুল বানান চোখে পড়েছে| তবে সেই জিনিস তাকে যদি আমরা আড়ালে রাখতে পারি তবে বই টা আমার বিশন ভালো লেগেছে|

রেটিং: ৪.৭/৫

Comments

Popular posts from this blog

Opening SBI Savings Plus Account

ছাল -- অর্ঘ্যজীত গুহ

নরক - মনীষ মুখোপাধ্যায়