ধূমাবতীর মন্দির - মনীষ মুখোপাধ্যায়

 

বইয়ের নাম: ধূমাবতীর মন্দির

লেখক: মনীষ মুখোপাধ্যায়

প্রকাশন: বেঙ্গল ট্রইকা পাবলিকেশন 


হিন্দু শাস্ত্রে আমরা অনেক দেব দেবীদের নাম শুনেছি এবং তাহাদের বিষয়ে আমরা বিস্তরে অনেক জেনেছি| দেবী ধূমাবতী এর ব্যাপারে সেটা বলা চলে না| সত্যি বলতে মনীষ মুখোপাধ্যায় এর লেখা ধূমাবতীর মন্দির বই টি না পড়লে আমি জানতেই পারতাম না যে হিন্দু শাস্ত্রে এরম একটি তান্ত্রিক দেবীর অবস্থান আছে| বইটি পড়তে গিয়ে এই দেবীর বিষয়ে অনেক তথ্য সামনে আসে| লেখক খুব সুন্দর ভাবে সেই তথ্য গুলো কে ব্যাখ্যা করেছেন এবং তারই সঙ্গে কিভাবে একটা লোকের অপকৃতি তার পরিবার কে ধংসের দিকে ঠেলে দিতে পারে সেটিও দেখিয়েছেন| বইটি পড়তে পড়তে শেষ না হওয়া অব্দি নামিয়ে রাখতে পারিনি| এক কোথায় বইটা "আনপুটডাউনবলে"| তবে একটা কথা মনে হচ্ছে যে গল্পের শেষ টায়ে যেন একটু তাড়াহুড়ো দেখা গেছে| 


রেটিং: ৪.৫/৫ 

Comments

Popular posts from this blog

Opening SBI Savings Plus Account

ছাল -- অর্ঘ্যজীত গুহ

নরক - মনীষ মুখোপাধ্যায়