পোড়া

অন্ধকারে ঢেকে গেছে আকাশ
চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া।
সবাই করছে হাওতাস
পেতে চায়ে একটু আলোর ছোয়া।

রাশি রাশি কালো ধোঁয়া
উঠছে যেনো মাটির বুক থেকে।
আর মাঝে মাঝে দমকা হাওয়া
বাড়িয়ে দিচ্ছে আগুন টাকে।

যতদূর যায়ে চোখ
দেখতে পায়না কোনো জলাসয়।
তাই ভরে আসে বুক
সব হারাবার আসঙ্কায়।

জল চাই জল চাই
বলছে যে সবাই।
র কিছুটা সময় হলে পার
রইবে না কিছু বাকি আর।









Comments

Post a Comment

Popular posts from this blog

নরক - মনীষ মুখোপাধ্যায়

Opening SBI Savings Plus Account

ছাল -- অর্ঘ্যজীত গুহ