একলা মন
হেঁটে চলে ছিলাম আপন মনে
শূন্য জনহীন পথ দিয়ে।
মনের ভাবনা কে প্রকাশ করে
অন্ধকারটা ছিলো আমায় ঘিরে।
চারদিকে নিঝুম আঁধার
মনে করিয়ে দিচ্ছে আমায় বারোবার।
ছিলিস যখন তুই একা
কেনো ভাবতিস নিজেকে ফাঁকা।
চাঁদের মায়াময়ী আলোর মত সে
দাড়ালো আমার সামনে এসে।
হাত দুটি তার বাড়িয়ে কহে
আমাকে কি নেবে তুমি আপন করে?
জলহীন মরুভূমীতে হটাৎ যেন
উঠলো ফুটে ফুল।
এখন ভবি আমি কেনো
করেছিলাম এমন একটি ভুল।
আজ অশ্রুতে ভরে যায় মন
ভেঙে যায় বুকের বাঁধ।
তাই হৃদয় বলে সর্বক্ষণ
চুপিসারে বসে তুই কাঁদ।
শূন্য জনহীন পথ দিয়ে।
মনের ভাবনা কে প্রকাশ করে
অন্ধকারটা ছিলো আমায় ঘিরে।
চারদিকে নিঝুম আঁধার
মনে করিয়ে দিচ্ছে আমায় বারোবার।
ছিলিস যখন তুই একা
কেনো ভাবতিস নিজেকে ফাঁকা।
চাঁদের মায়াময়ী আলোর মত সে
দাড়ালো আমার সামনে এসে।
হাত দুটি তার বাড়িয়ে কহে
আমাকে কি নেবে তুমি আপন করে?
জলহীন মরুভূমীতে হটাৎ যেন
উঠলো ফুটে ফুল।
এখন ভবি আমি কেনো
করেছিলাম এমন একটি ভুল।
আজ অশ্রুতে ভরে যায় মন
ভেঙে যায় বুকের বাঁধ।
তাই হৃদয় বলে সর্বক্ষণ
চুপিসারে বসে তুই কাঁদ।
Comments
Post a Comment